১৪ দিনের জেল হেফাজত শেষ। গরু পাচার মামলায় আজ ফের আসানসোলের সিবিআই আদালতে পেশ অনুব্রত মণ্ডলকে। অনুব্রতর জামিনের আর্জি জানাতে পারেন তাঁর আইনজীবীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১৪ দিনে অনুব্রতর সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে সব তথ্য সামনে এসেছে, তা আদালতে পেশ করে অনুব্রতর জামিনের বিরোধিতা করবে সিবিআই।এই পরিস্থিতিতে আজ আসানসোল আদালতের দিকে নজর সকলের।আজ কি জামিন পাবেন অনুব্রত?

আরও পড়ুন:মা হতে চেয়েছিলেন অর্পিতা,’আপত্তি’ ছিল না পার্থর, চার্জশিটে দাবি ইডির


প্রসঙ্গত, অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে একাধিকবার বীরভূমে অভিযান চালিয়েছে সিবিআই।এমনকি অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁর মেয়ে সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। এছাড়াও অনুব্রতর ঘনিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে হিসাবরক্ষক, সকলকেই জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। আজ আদালতে অনুব্রতকে তোলা হলে সিবিআই তাঁর বিরুদ্ধে কী তত্ব খাড়া করে সেটাই দেখার।









































































































































