তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পাচ্ছে আদানিরা: মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন ফিরহাদ

0
2

কানাঘুষো ছিলই। সেই মতোই সোমবার মন্ত্রিসভার বৈঠকে পড়ল চূড়ান্ত সিলমোহর। তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পাচ্ছে আদানি গোষ্ঠী (Adani Group)। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, শীঘ্রই লেটার অফ ইনটেন্ড আদানি গোষ্ঠীর হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন- প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি হুমায়ুনের
ফিরহাদ জানান, এটা দেশের মধ্যে প্রথম গ্রিনফিল্ড বন্দর (Green Field Port)। ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এই গ্রিনফিল্ড বন্দরে সরাসরি ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে কাজ পাবেন আরও কয়েক হাজার মানুষ।

সাম্প্রতিক কালে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা একাধিকবার রামনগরের তাজপুরে এসে প্রস্তাবিত বন্দর এলাকা পরিদর্শন করেছেন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা। এবার তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পেল আদানি গোষ্ঠী।