প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি হুমায়ুনের

0
2

মুর্শিদাবাদের পুলিশ সুপার, বেলডাঙ্গা দু-নম্বর ব্লক এবং ভরতপুর ব্লকের বিডিও (BDO) এবং ওই থানার ওসির (OC) বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) চিঠি দিলেন প্রাক্তন মন্ত্রী ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (HUmayun Kabir)।

সোমবার, তিনটি আলাদা আলাদা চিঠিতে ওই সব আধিকারিকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানান প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি, ওই আধিকারিকেরা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ হুমায়ুনের। সাতদিনের মধ্যে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে তিনি প্রকাশ্যে বিষয়টি নিয়ে সবর হবেন বলে হুঁশিয়ারি হুমায়ুন কবীর।