খায়রুল আলম, ঢাকা
ট্যুরিস্ট ভিসা (Tourist VISA)নিয়ে ঘুরতে গিয়ে ধর্ম প্রচারের অভিযোগ উঠল ১৭ জন বাংলাদেশির বিরুদ্ধে। গতকাল অর্থাৎ শনিবার ১৭ সেপ্টেম্বর অসমের ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী বাগমারি এলাকা থেকে জিঞ্জিয়া থানার পুলিশ (Jinjia Police) তাঁদের গ্রেফতার করেছে। প্রশাসন সূত্রে খবর ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে (Bangladesh) ভারতে ঘুরতে যান ১৭ জন পর্যটক (Tourist)। পুলিশ তাঁদের ভিসা সংক্রান্ত নথি যাচাই করে দেখেছে যে তাঁরা নানা ধরণের অবৈধ কাজ কর্মের সঙ্গে যুক্ত। বিশ্বনাথ জেলার পুলিশ সুপার নবীন সিং (Naveen Sing)জানিয়েছেন, ১৭ জনের বাংলাদেশি পর্যটক দলটি কোচবিহার হয়ে বাসে করে দিল্লি, আজমীর শরিফ ঘুরে ১৩ সেপ্টেম্বর বিশ্বনাথ জেলায় পৌঁছায়। তাঁদের দলে আছেন এক ধর্মগুরু, নাম সৈয়দ আশরাফুল। তিনি অন্তত ৫০০ জন শিষ্য তৈরি করেছেন বলে অভিযোগ উঠছে। জানা যাচ্ছে ওই পর্যটক দল ভ্রমণের ভিসা ব্যবহার করে ধর্ম প্রচার ও ধর্মীয় সভার নানা কর্মসূচিতে অংশ নেন। বাগমারির প্রত্যন্ত এলাকায় অবৈধভাবে ধর্ম প্রচারের কাজে অংশ নিয়েছেন তাঁরা বলে অভিযোগ উঠেছে। যদিও ওই পর্যটক দলটি তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সুপার নবীন সিং জানিয়েছেন সব দিক খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









































































































































