ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল চিন। রবিবার দক্ষিণ পশ্চিম চিনের গুইঝাউ প্রদেশে ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের।জখম আরও ২০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:ভারতের উপর চাপ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে চিনা জাহাজ

পুলিশ সূত্রে খবর, গুইঝাউ প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় কুইয়ানান এলাকায় বাস উল্টে এই দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথের মাঝেই উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি।এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজ করতে একটু সময় লাগে উদ্ধারকর্মীদের। জুন মাসে ওই একই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ট্রেন। সেখানেও প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল।

সূত্রের খবর, দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত সুস্থ রয়েছেন তাঁরা।









































































































































