অ্যাসিডের ওষুধ হিসেবে অনেকেই র্যানট্যাক (Rantac), জিনট্যাক (Zintac) খেয়ে থাকেন। কিন্তু এবার এই দুই ওষুধ নিয়ে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জরুরি ওষুধের (emergency medicine) তালিকা থেকে র্যান্টিডিনকে বাদ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)।
আমেরিকা-সহ বহু দেশ র্যান্টিডিন নিয়ে কড়া পদক্ষেপ করেছে। এ বার ভারতও সেই পথেই হাঁটল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নতুন জরুরি ওষুধের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছে ৩৮৪টি ওষুধ। সেখানেই বাদ দেওয়া হয়েছে র্যান্টিডিন-সহ ২৬টি ওষুধ। তালিকায় রয়েছে র্যান্টিডিন, সেট্রিমাইড, প্রোকার্বাজিন। এই ২৬টি ওষুধের উৎপাদনও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। র্যান্টিডিন আসলে এক ধরনের লবণ। ভারতে র্যানট্যাক, জিনট্যাক নামে বাজারে পাওয়া যায়। গ্যাস্ট্রোএসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), গ্যাসট্রিক আলসার, ডিওডেনাল আলসার, স্ট্রেস আলসার হলে রোগীকে র্যান্টিডিন জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। দেখা গেছে এই র্যান্টিডিনে রয়েছে এন-নাইট্রোসোডিমিথাইলামাইন (NDMA)। যদিও সেই পরিমাণ খুবই সামান্য। তবে এই এনডিএমএর কারণে পাকস্থলি, খাদ্যনালী, মূত্রাশয়, নাসোফারিংসে ক্যানসার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়াও র্যান্টিডিন নামক লবণ মারাত্মক ক্ষতি করে শরীরের। সব ঠিক বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানান হয়েছে।











































































































































