ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন হলেন ১৯-এর তরুণ কার্লোস আলকারাজ গারফিয়া। ফাইনালে তিনি হারালেন নরওয়ের ক্যাসপার রুডকে। ম্যাচের ফলাফল ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩। এই জয়ের ফলা নয়া কৃতি স্থাপন করলেন কার্লোস।

এবারের যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল ছিল তারকাহীন। দুই তরুণের লড়াই। প্রথম সেট থেকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা ছিল দুই তরুণের। তবে দিনটা ছিল আলকারাজের। প্রথম সেটের তৃতীয় গেমেই রুডের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। ২-১ এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত প্রথম সেটটি স্প্যানিশ তরুণ ৬-৪ জিতে যায়।
দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন রুড। যে নেট পয়েন্ট এবং ড্রপ শট আলকারাজের অন্যতম শক্তি ছিল, সেটাকে হাতিয়ার করে রুড ৬-২ সেটটি জিতে নেন। ষষ্ঠ গেমে আলকারাজের সার্ভিস ব্রেক করে ৪-২ এগিয়ে গিয়েছিলেন। এরপর আলকারাজ বেশ কিছু ভুল করে বসেন। এদিকে ওভার হেড ব্যাক হ্যান্ডে অনবদ্য পয়েন্ট নেন রুড। আলকারাজের কাছে সুযোগ এসেছিল সার্ভিস ব্রেক করার। তবে ব্যর্থ হন আলকারাজ। দ্বিতীয় সেট ৬-২ জিতে সমতা ফেরান ক্যাসপার।
তৃতীয় সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতেই রুডের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। তৃতীয় গেমেও ব্রেক পয়েন্টের সুযোগ ছিল আলকারাজের সামনে। কোনও রকমে পরিস্থিতি সামাল দিয়ে ১-২ করেন রুড। পরের গেমেই আলকারাজের সার্ভিস ব্রেক করে ২-২ করেন রুড। সার্ভিস ধরে রেখে করেন ৩-২। সেখান থেকে এই সেটে একটা সময়ে ৫-৪ এগিয়ে গিয়েছিলেন রুড। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান আলকারাজ। সার্ভ ধরে রেখে ৫-৫ করেন তিনি। ১০ মিনিটের বেশি সময় চলে একটা গেম। অবশেষে তৃতীয় সেট টাইব্রেকারে ৭-৬ (৭-১) জিতে যান আলকারাজ। চতুর্থ সেটে অবশ্য প্রথম পাঁচ গেমে নিজেদের সার্ভিস ধরে রাখেন রুড এবং আলকারাজ। ষষ্ঠ গেমে ব্রেক পয়েন্ট নিয়ে ৪-২ এগিয়ে যান স্প্যানিস তরুণ। সার্ভিস ধরে রেখে করেন ৫-২। শেষ পর্যন্ত এস মেরে চ্যাম্পিনশিপ পয়েন্ট ছিনিয়ে নেন আলকারাজ।

প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন আলকারাজ অপরদিকে কেরিয়ার এবং এবছরে দ্বিতীয় ফাইনালে উঠে রানার্স হয়েই থাকলেন ক্যাসপার রুড।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস














































































































































