বিশ্বকর্মাপুজোর নামে বিল বা কার্ড ছাপিয়ে তোলাবাজির অভিযোগ উঠল আরামবাগ (Arambag)-সহ হুগলির (Hoogly) বিভিন্ন মহকুমার দমকল কেন্দ্রের বিরুদ্ধে। আরামবাগ ফায়ার স্টেশন রিক্রিয়েশন ক্লাবের নামে বিল ছাপিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। প্রতি বছরই বিশ্বকর্মা পুজো হয় আরামবাগ দমকল কেন্দ্রে। তার খরচ তুলতেই আরামবাগে নার্সিংহোম, হিমঘর, ইটভাটা, হোটেল, রাইসমিল, প্যাথলোজি, মদের দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়ীর কাছ কয়েক লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আরামবাগ দমকল কেন্দ্রের বিরুদ্ধে।

আরও পড়ুন:মদের আসরে বচসা! গঙ্গার চরে যুবককে পুঁতে দিল বন্ধুরা
কারও কাছে ২ হাজার, কারও কাছে ৩ হাজার, ৫ হাজার টাকা চাঁদা বাবদ জোর করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের অভিযোগ, রীতিমতো হুমকি দিয়ে এই চাঁদা নেওয়া হচ্ছে। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদমাধ্যমকেও রীতিমতো ধমক দিচ্ছেন দমকলের আধিকারিকদের একাংশ।

হুগলির দুর্গাপুর হাইওয়ে বা দিল্লিরোডের পাশে যে সমস্ত কল কারখানা, পেট্রোল পাম্প, হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে, সেখানকার মালিকরা জানান, গতবারের থেকে এবারে চাঁদার হারটা অনেকটাই বেশি। চাঁদার জুলুম বা তোলাবাজি করা চলবে না বলে জানিয়েছেন হুগলির জেলার গ্রামীণ পুলিশের ও চন্দননগর কমিশনারেটের আধিকারিক। নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।









































































































































