বাগুইআটির ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা এখনও টাটকা। তারইমধ্যে আরও এক নৃশংস হত্যাকাণ্ড। বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসরে বসে বচসায় জড়ান এক যুবক। আর তা এতটাই চরমে পৌঁছয় যে তাঁর গলার নলি কেটে গঙ্গার চরে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে ওই চার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
সূত্রের খবর, পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত পিটুরি ঘাটে পাঁচজন বন্ধু মিলে মদ্যপান করছিল। সেই সময় ভাণ্ডারী নামে এক বন্ধু বাকি চারজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তা হাতাহাতিতে গড়ায়। এরপর বাকি চার বন্ধু ওই যুবকের গলার নলি কেটে গঙ্গার মাটির চরে পুঁতে দেয়।
সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে সেই মৃতদেহ। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খড়দহ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর খুনের তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার বন্ধু মুস্তাক, সূর্য, লাল্লু ও নিবেদকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত চপার। রবিবার অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।