ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে খু*ন বন্ধুর, শোকের ছায়া ইলামবাজারে

0
2

ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করার পর খুন করল ছেলেবেলার বন্ধু।শনিবার রাতে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে ওই পড়ুয়ার বন্ধু। এমনকি পুলিশকে না জানানোর হুমকিও দেওয়া হয়। এরপরই বীরভূমের ইলামবাজারের জঙ্গল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে।  ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সেই বন্ধুকে।

আরও পড়ুন:তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

জানা গিয়েছে, মৃতের নাম সালাউদ্দিন শেখ। দুর্গাপুরের ইঞ্জিয়ানিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। সালাউদ্দিনের বাবা মল্লারপুরের পাথর ব্যবসায়ী। শনিবার রাত ১২টা নাগাদ সালাউদ্দিনের বাবার কাছে একটি ফোন আসে। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ছেলেকে খুন করার হুমকিও দেয় আততায়ী। সঙ্গে সঙ্গে ইলামবাজার থানায় ফোন করে বিষয়টি জানান সালাউনদ্দিনের বাবা। উড়ো ফোনের টাওয়ার লোকেশন ধরে তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায়, সালাউদ্দিন এবং হুমকি ফোনের টাওয়ার লোকেশন একই। ফোনের মালিকের নাম শেখ সলমন। সালাউদ্দিনেরই বন্ধু। টাওয়ার লোকশনের সূত্র ধরে আসানসোল এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। এরপর সালাউদ্দিনের দেহ উদ্ধার হয়।

টাওয়ার লোকেশন ট্র্যাক করতেই দেখা যান, সালাউদ্দিনের ফোন রয়েছে ইলামবাজার চৌপাহাড়িয়া জঙ্গল এলাকায়। খবর যায় বনদফতরে। চিরুণি তল্লাশি চালিয়ে জঙ্গলের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় সালাউদ্দির দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে সিয়ান হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধারের কিছুটা দূর থেকে মেলে একটি বাইক। সেখানে কিছু মাদক দ্রব্য মিলেছে। পুলিশ জানিয়েছে, সালাউদ্দিন এবং সলমন চৌপাহাড়িয়া জঙ্গলে বসে মদ্যপান করেছিল। তারপর ছুরি দিয়ে বন্ধুকে খুন করে সলমন। পরিকল্পিতভাবেই এরপর সালাউদ্দিনের বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা চায় সে।একথা পুলিশি জেরায় কবুল করেছে সে।