দিল্লিতে (Delhi) নিয়ে গিয়ে জেরা করা যাবে না গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain)। তাকে জেরার প্রয়োজন হলে আসানসোল গিয়েই তা করতে হবে ইডি আধিকারিকদের। দিল্লিতে (Delhi) নিয়ে এসে জেরা করার জন্য রাজধানীর রাউজ অ্যাভিনিউ আদালতে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ইডির (ED) সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত (Court)।
গরু পাচার মামলায় ২০২০ সালে কেন্দ্রীয় এজেন্সি এনামুল হককে গ্রেফতার করে। এনামুল এখন তিহার জেলে বন্দি। তার সঙ্গে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের যোগসাজশের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তাকেও গ্রেফতার করে সিবিআই। বর্তমানে সে আসানসোল জেলে রয়েছে। আবার সায়গলের সূত্র ধরে অনুব্রতর কাছেও পৌঁছে যায় সিবিআই। এবং তিনিও এখন জেলবন্দি।










































































































































