Kolkata: শহর জুড়ে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান

0
3

শহর জুড়ে ফের ইডির (ED) অভিযান ।একাধিক জায়গায় তল্লাশি। সকাল সাড়ে সাতটায় সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়ে গার্ডেনরিচ এলাকায় পৌঁছে গেছেন ইডির (ED) আধিকারিকরা। আরেকটি দল ম্যাক্লয়েড স্ট্রিটে রয়েছেন বলে খবর। বেলা বাড়তেই আধিকারিকদের একটি বিশেষ দল পৌঁছে যায় পার্ক স্ট্রিটে।

আজ সকাল ৭ টার কিছু সময় পরে সল্টলেকের ইডি দফতর থেকে পাঁচটা গাড়ি নিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির অভিযান শুরু হয়। ১০-১২ জনের দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু করেছে। দুটি গাড়িতে রয়েছেন ইডির আধিকারিকরা, তিনটি গাড়িতে রয়েছে কেন্দ্রীয় জওয়ান। ঠিক কী কারনে ইডির অভিযান তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট দল করে ইডি আধিকারিকরা পৌঁছে যাবেন। কোথায় কোথায় ইডি হানা দিতে চলেছে এই নিয়ে স্পষ্ট করে তাঁরা কিছু জানাননি। গার্ডেন রিচে নিসার খান নামে এক ব্যক্তির বাড়িতে রয়েছেন আধিকারিকরা বলে খবর। তিনি ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। মোমিনপুরে বস্ত্র ব্যবসায়ীর সন্ধানে পৌঁছেছে ইডি। পার্ক স্ট্রিটে আইনজীবীর বাড়িতে ইডি আধিকারিকরা। ঠিক কী কারণে সেখানে পৌঁছে গেছেন আধিকারিকরা, তা নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।