বদনাম করাই উদ্দেশ্য, কয়লাকাণ্ডে যুক্ত থাকলে রাজনীতি ছেড়ে দেবো: CBI হানায় ক্ষুব্ধ মলয়

0
7

‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার লক্ষ্যে সিবিআই হানা দিয়েছে আমার বাড়িতে।’ বুধবার সকাল থেকে মলয় ঘটকের( একের পর এক বাড়িতে সিবিআই হানা ও জিজ্ঞাসাবাদের ঘটনায় এভাবেই তোপ দাগলেন ক্ষুব্ধ আইন মন্ত্রী। সিবিআই জিজ্ঞাসাবাদে পর সন্ধ্যেয় সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মলয়। একইসঙ্গে জানিয়ে দিলেন, কয়লা পাচারের ঘটনায় যদি আমার কোনওরকম যোগ থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো।

প্রায় ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে মলয় ঘটক বলেন, “সমস্ত ফাইল তাঁরা দেখেছেন। সাত ঘণ্টা ধরে। আমার একটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ছিল, সেই বৈঠকেও যেতে পারলাম না। আমার একটাই বক্তব্য, কাউকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা যেন না ঘটে।” পাশাপাশি তিনি জানান, ‘সিবিআই যতবার আমাকে ডেকেছে প্রতিবারই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে কালিমালিপ্ত করতে।’ অবশ্য আগামী দিনেও সিবিআই যতবার তলব করবে প্রতিবারই তিনি যাবেন বলে জানিয়ে দেন এদিন। মলয় বলেন, “আবার নোটিশ দেওয়া হলে আবার যাবো। তদন্ত সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত আমি। আমাকে সাক্ষী হিসেবে নোটিশ দেওয়া হয়েছে তদন্তে সাহায্য করতে বলা হয়েছে। আমি সাহায্য করছি।” এছাড়াও তিনি জানান, “বিজেপির লোকেরা আমার নামে বদনাম করছে। বিজেপির বাইরে আসানসোলের একটা মানুষ যদি বলে কয়লার সঙ্গে আমি যুক্ত তাহলে রাজনীতি ছেড়ে দেবো আমি।”

একইসঙ্গে এদিন মলয় ঘটক জানান, “যে ৭টি বাড়ি আমার বলে বলা হচ্ছে সবটা আমার নয়। আসানসোলে আমার পৈতৃক বাড়ি। সেখানে আমি ছাড়াও আরো অনেকের শেয়ার রয়েছে। কলকাতায় একটি বাড়ি তিন বছর আগে আমি বিক্রি করে দিয়েছি। সেটাও আমার বলে বলা হচ্ছে। ইডিকে এ বিষয়ে আমি সমস্ত নথি সহ জানিয়েও দিয়েছি।” প্রসঙ্গত, কয়লা কাণ্ডে আগামী ১৪ সেপ্টেম্বর মলয় ঘটককে তলব করা হয়েছে ইডির তরফে।