পর্যটকদের (Tourist) জন্য দুঃসংবাদ। ফের পিছল টয় ট্রেন পরিষেবা (Toy Train Service)। চলতি মাসের ৭ তারিখ অর্থাৎ বুধবার থেকেই নতুন ছন্দে চলার কথা ছিল জয় রাইডের (Joy Ride)। কিন্তু এদিন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) তরফে এক বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয় নিউ জলপাইগুড়ি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টয় ট্রেন পরিষেবা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত (Adjourned) থাকবে।
টানা কয়েকদিন বৃষ্টির (Rain) কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। লাগাতার ধস (Landslide) ও একাধিক নদীর জলস্তর (Water Level) বেড়ে যাওয়ার কারণে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। এদিকে ধস নেমে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও। ফলে ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে পর্যটকদের। আর সেই কারণেই একদিকে যেমন বেশি সময় লাগছে তেমনই গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। গত ৩১ অগাস্ট রাতে পাহাড়ে টানা বৃষ্টির জেরে কার্শিয়াঙের তিনধারিয়ার (Kurseong Tindhariya) কাছে ১৭ মাইল এলাকায় ধস নামে। ধস জমে টয় ট্রেনের লাইনেও (Train Line)। এরপরই ১ সেপ্টেম্বর থেকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি সরাসরি টয় ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়। চলতি মাসের ৭ তারিখ অর্থাৎ আজ থেকেই ছন্দে ফেরার কথা ছিল টয় ট্রেনের। কিন্তু লাইন মেরামতির কাজ এখনও শেষ না হওয়ার কারণে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হল টয় ট্রেন পরিষেবা।
রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত লাইনে প্রচুর ধস জমে আছে। জোর কদমে পরিষ্কারের কাজ চললেও লাইন পরিষ্কার হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। বর্তমানে যাঁদের টয় ট্রেনের বুকিং ছিল সমস্ত বাতিল করে দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তবে পরিস্থিতি সামলে কবে স্বাভাবিক হবে টয় ট্রেন পরিষেবা? সেই অপেক্ষায় দিন গুনছেন পর্যটকরা।
ভূমিধসের কারণে শুধুমাত্র টয় ট্রেন পরিষেবার পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে একাধিক রাস্তাও। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ধসের খবর পাওয়ার পরই এলাকার জনপ্রতিনিধি এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা।