মঙ্গলবারই বীজপুরের বিধায়ককে সিবিআই তলবের পর ১৫ দিনের সময় চেয়ে সিজিও কমপ্লেক্সে চিঠি দিয়েছিলেন সুবোধ অধিকারীর আইনজীবী। এরপর ফের বুধবার চিটফান্ডকাণ্ডে তলব করা হয় তাঁকে। যদিও আজও তাঁর আইনজীবী সিবিআই দফতরে গিয়ে সময় চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন:চিটফান্ডকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই, বীজপুরের বিধায়কের বাড়িতেও হানা
সানমার্গ চিটফান্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে মঙ্গলবার সুবোধকে ভারতীয় দণ্ডবিধির ৯১ ধারায় নোটিস পাঠায় সিবিআই। চিটফান্ডকাণ্ডে ধৃত রাজু সাহানির ‘ঘনিষ্ঠ’ হওয়ায় বীজপুরের বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।

প্রসঙ্গত, গত রবিবার সুবোধের হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। কিন্তু সেখান থেকেও কোনও কিছু না মেলায় এখন সুবোধ অধিকারীর আয় ও তাঁর সম্পত্তির নথি চেয়ে পাঠানো হয়েছে।
সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী জানান, পাইকপাড়ার ফ্ল্যাট থেকে তাঁর স্বামীর ব্যাঙ্কের নথি এবং এলআইসি-র কাগজপত্র নিয়ে গিয়েছে সিবিআই। সুবোধের পাসপোর্টের নম্বরও সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।









































































































































