রাজু ভক্তদের জন্য সুখবর! কথা বলতে পারছেন, হাত-পা নাড়াতে পারছেন কমেডিয়ান-অভিনেতা

0
5

তাঁর ভক্তদের জন্য ভালো খবর। কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক আগেই থেকে অনেক ভালো। এখন তিনি স্থিতিশীল বলেই খবর পারিবারিক সূত্রে। জানা গিয়েছে, রাজু এখন হাত-পা নাড়াতে পারছেন। হাসপাতালের বেড়ে শুয়ে কথাও বলেছেন, জানালেন অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তব।

প্রসঙ্গত, গত আগস্টে জিম করার সময় আচমকা বুকে ব্যথা নিয়ে সংজ্ঞাহীন হয়ে যান রাজু। তড়িঘড়ি করে তাঁকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়। জানা যায়, হার্ট অ্যাটাকের পরেই জ্ঞান হারান তিনি। ভেন্টিলেশনে দেওয়া হয়। যমে-মানুষে লড়াইয়ের পর ১৪ দিন বাদে জ্ঞান ফেরে রাজুর। ভেন্টিলেশন সাপোর্ট খোলাও হয়। এরপরও আচমকা ফের জ্বর আসে। আবারও ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল।

এইমসের চিকিৎসকদের দাবি, রাজু সুস্থ হয়ে ওঠার জন্য নিজেও চেষ্টা করছেন। এমনকী নিজে থেকেই কথা বলার চেষ্টা করেছেন।

আরও পড়ুন- ফুলেশ্বরের জনসভাতেও শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল