এবার ভারত সফরে বোন মমতার সঙ্গে দেখা না হওয়ায় মন খারাপ হাসিনার

0
4

ভারত-বাংলাদেশের মৈত্রী ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ভারত সফর। গতকাল, সোমবার দিল্লিতে নৈশভোজের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। তখনই বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা বলেন, “মমতা আমার বোনের মতো। ভেবেছিলাম দিল্লি এলে ওর দেখা হবে। কোনও কারণে এবার তা হল না। তবে ওঁর সঙ্গে তো যে কোনও সময়েই আমার দেখা হতে পারে!”

আরও পড়ুন: ‘আশা করি আলোচনা ফলপ্রসূ হবে’ মোদির সঙ্গে বৈঠকের আগে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

দিল্লিতে দেখা করার ইচ্ছাপ্রকাশ করে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চি‌ঠি দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ওই চিঠিতে তিনি পদ্মা সেতু দেখার আমন্ত্রণও জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক বাংলাদেশের আসন্ন ভোটে শাসক দল আওয়ামী লীগের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করে সংশ্লিষ্ট মহল। তাই একদিকে যেমন ব্যক্তিগত সম্পর্ক, অন্যদিকে রাজনৈতিক কারণেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব স্নেহ করেন হাসিনা।