এবার বদলাতে চলেছে রাজধানীর রাজপথের নাম, এই খবর সামনে আসতেই মোদি সরকারকে টুইটে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেলেন, ”এ সব কী হচ্ছে? ইতিহাস নতুন করে লেখার ঝোঁকে বিজেপি কি আমাদের সংস্কৃতি নতুন করে তৈরি করাটাকেই নিজেদের একমাত্র কর্তব্য বলে ঠিক করে নিয়েছে?”
জানা গিয়েছে, রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম বদলে এবার ”কর্তব্য পথ” রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার।
ঔপনেবেশিক ভারতের সমস্ত চিহ্ন সরিয়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পথে হেঁটেই এবার কেন্দ্রীয় সরকার নেতাজির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত অংশটির নতুন নাম রাখছে ”কর্তব্য পথ”।
প্রসঙ্গত, ১৯১১ সালে ব্রিটেনের সম্রাট পঞ্চদশ জর্জ ভারতে এসেছিলেন। সেই বছরই ব্রিটিশ-ভারতের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় দিল্লি। তখন থেকেই এই রাস্তাটির নাম হয়েছিল রাজপথ, যা King’s Way-এর হিন্দি তর্জমা। সেন্ট্রাল ভিস্তা পুর্নউন্নয়ন প্রকল্পের অধীনে ওই সড়কেরই নাম হয়েছে ”সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনিউ”। এবার সেটিও বদলে ফেলতে চলেছে কেন্দ্র। ভারতীয় নৌবাহিনীর প্রতীক থেকে আগেই ”কিংস ক্রস” সরিয়ে দিয়েছে কেন্দ্র। সেই জায়গায় ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রা এসেছে। এবার নাম বদলাতে চলেছে রাজপথের।
আরও পড়ুন:ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত চিন, মৃত কমপক্ষে ৪৬