বাগুইআটিতে কাপড়ের ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা

0
2

চিটফান্ড মামলার তদন্তে এবার বাগুইআটির এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। দীপঙ্কর হীরা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে আচমকাই সিবিআই হানা দেয়। বেসরকারি অর্থলগ্নি সংস্থা মামলায় রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করার পর দীপঙ্কর হীরার নাম উঠে আসে। সেই ভিত্তিতেই সোমবার সকালে দীপঙ্কর হীরার জগতপুরের বাড়িতে সিবিআই-এর পাঁচ সদস্যের তদন্তকারি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন।  সিবিআই সূত্রের দাবি, রাজু সাহানির কাছ থেকে যে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সেটিও এই ব্যবসায়ী মারফৎ-ই গিয়েছে।

আরও পড়ুন:চিটফাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া সিবিআই, ছুটির দিনে সকাল থেকেই চলছে অভিযান

উল্লেখ্য, শনিবার রাজু সাহানিকে গ্রেফতারের পর তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে অভিযান চালায় সিবিআই। রবিবার বীজপুর বিধানসভা এলাকার মোট ছ’জায়গায় অভিযান চালায় সিবিআই। একইসময়ে ৬টি দল একযোগে ছ’জায়গায় তল্লাশি চালায়। সকাল ৮টা ৪৫ মিনিটে হালিশহর জেঠিয়াতে কমল অধিকারীর ফ্ল্যাটে, হালিশহর মঙ্গলদীপ, হালিশহর জেঠিয়াতে সুবোধ অধিকারীর পৈত্রিক বাড়িতে, জেঠিয়ায় অভিজিৎ শিকদারের বাড়িতে হানা দেয় তারা।এরপর সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক রবিন্দর সিং ও দুই নিরাপত্তারক্ষী সন্ধ্যা ৭টা ২০ নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রাত ১০টা নাগাদ নিরাপত্তারক্ষী ও সুবোধের গাড়ির চালক সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। রাতভর রবিন্দরকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারীকরা এমনটাই মনে করা হচ্ছে।