১) মরশুমের প্রথম জয় পেল ইমামি ইস্টবেঙ্গল।শনিবার ডুরান্ড কাপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৪-৩ ব্যবধানে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল সুমিত পাসি এবং ক্লেইটন সিলভার।
২) আজ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচের আগে বিশেষ অনুশীলন বিরাট কোহলির। পাকিস্তানকে আবারও হারাতে মরিয়া রোহিত শর্মার দল।
৩) শনিবারই জানা যায় ব্যক্তিগত ও পেশাদার কারণ দেখিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ালেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আয়োজকদের উদ্দেশ্যে চিঠিতে তিনি লিখেছেন, ‘লেজেন্ডস ক্রিকেট লিগের উদ্যোগকে আমি সাধুবাদ জানাতে চাই।’
৪) স্বপ্ন বিক্রি করতে আসিনি, এআইএফএফ-এর সভাপতি পদে এসে জানিয়ে দিলেন কল্যাণ চৌবে
গত শুক্রবারই নির্বাচিত ভোটে এআইএফএফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে।
৫) ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এবার বাংলা ছাড়লেন শ্রীবৎস গোস্বামী। যার ফলে আসন্ন মরশুমে বাংলার হয়ে নয়, মিজোরামের হয়ে খেলতে চলেছেন তিনি। কিছুদিন আগেই সিএবির সঙ্গে গণ্ডগোলের জেরে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছেন ঋদ্ধিমান সাহা।