গরুচোর দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে তুলোধনা অভিষেকের

0
2

কয়লাপাচার কাণ্ডে টানা সাড়ে ৬ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে একহাত নেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামাণিককে ‘গরুচোর’ বলে অভিযোগ করে অভিষেক জানালেন, “গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে।”

শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “২৯ অগাস্ট আমার সভার পর আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল। আসলে রাজনৈতিকভাবে এরা লড়াই করতে পারছে না, তাই কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে বিজেপির পথের একমাত্র কাঁটা তৃণমূল। তাই যেভাবেই হোক তাদের আটকাতে হবে।” গরুপাচার, কয়লাপাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে অভিযোগের আঙুল তুলে অভিষেক বলেন, “কয়লা খনি নিরাপত্তায় সিআইএসএফ, সীমান্তে দায়িত্বে বিএসএফ। তাহলে পাচার হয় কীভাবে? আসলে এই পাচারের টাকা সরাসরি অমিত শাহের কাছে গেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটাই কাজ ঘোড়া কেনাবেচা ও সরকার ফেলা।” এরসঙ্গে গরু পাচার ইস্যুতে নিশীথ প্রামাণিককে তোপ দেগে তিনি বলেন, “গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। নিশীথ প্রামাণিক আমাদের দলে ছিল। ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল। অভিযোগ ছিল গরু চুরির। আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি। তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন। চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে।”

এর পাশাপাশি কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদের বিষয়টিকে নৈতিক জয় বলে দাবি করে অভিষেক বলেন, “এর আগে ২ বার আমাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এবার আদালতের নির্দেশে বহিরাগতদের এখানে আসতে হচ্ছে এটা আমাদের নৈতিক জয়। ৩ বার আমার স্ত্রীকে, ৩ বার আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোট ৬০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে নিট ফল শূন্য। ৩ বার কেন ৩০ বার ডাকা হলেও আমি আসব। আমার দিক থেকে যতটুকু সহায়তা করা যায় করব। তবে ষড়যন্ত্রই হোক মাথা নত করব না, মেরুদণ্ড বিক্রি করি না, মাথা নত করতে হলে মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে নয়।” একইসঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আত্মবিশ্বাসী অভিষেক আরও বলেন, “যদি প্রমাণ করতে পারেন আমি ৫ পয়সা নিয়েছি, তাহলে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবেন, আমি সেখানে গিয়ে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।”