স্যোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। কিছুদিন আগেই স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের ছবির কোলাজ দিয়ে স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টের DP বদলে ছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, রেড রোডে ঐতিহাসিক বর্ণময় অনুষ্ঠানের পরে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে ফের ডিপি বদল করলেন তিনি।
রাজনৈতিক বা সামজিক- যেকোনও বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। কাউকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদ বা অভিনন্দন জানানো সবই থাকে তাঁর স্যোশাল মিডিয়ার পোস্টে। এবার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরে সেই বিষয়টিই ডিপি-তে দেন মমতা। সেখানে লেখা,
“আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত। Thank you UNESCO”।
এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেও UNESCO-কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আর বিপুল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে UNESCO-র প্রতিনিধির মন্তব্য ”এতো আড়ম্বর আশা করিনি।”