ফের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় (Bhatpara) শ্যুটআউট। পেটে গুলি লেগে জখম মহঃ খুরশিদ (৩০)নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবক কলকাতার পিজি হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ (Bhatpara Police Station)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় বন্ধুর গুলিতে জখম হয়েছে ওই যুবক। ওই যুবকের পেটে গুলি লাগে।
অভিযোগ, মহঃ শাহজাদ নামে ওই যুবকেরই এক বন্ধু গুলি চালায়।তারপরই চম্পট দেয় আক্রান্তের বন্ধু। ঠিক কী কারণে এই গুলি চালনার ঘটনা ঘটল তা জানে না গুলিবিদ্ধ যুবকের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।
আক্রান্ত যুবকের মা বলেন, “ঘরে খাওয়া-দাওয়া করে বেরিয়েছিল। বন্ধুদের সঙ্গে কোথায় গিয়েছিল জানি না। কারও সঙ্গে ঝগড়া হতে পারে। কার সঙ্গে ঝামেলা হয়েছে আমরা জানি না। বাইরের একটা লোক এসে আমাদের খবর দেয়, আমাদের ছেলের পেটে গুলি লেগেছে। কী কারণে এসব ঘটল, সেটা ও সুস্থ হলেই জানা যাবে।” স্থানীয়রা বলছেন, “কাছেই একটা মাঠে বন্ধু-বান্ধবদের সঙ্গেই হাসি ঠাট্টা করছিল খুরশিদ। এর মাঝেই একজন গুলি চালিয়ে পালিয়ে যায়। কারো সঙ্গে শত্রুতা ছিল বলে তো আমরা জানি না। আমরা চাই, দোষীকে পুলিশ খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক।”একের পর এক গুলি চালনার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বুধবার এই গুলি চালনার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.














































































































































