ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার পরিচারিকার নিথর দেহ, চাঞ্চল্য এলাকায়

0
4

পরিচারিকার  রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার গৃহকর্ত্রীও। বাড়িতে কর্মরত দুই কাঠমিস্ত্রির বিরুদ্ধে এই খুনের অভিযোগ করা হয়েছে । তবে তারা দু’জনেই পলাতক। পুরুলিয়া দর্জি পাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে স্বর্ণব্যবসায়ীর পরিবার। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন মৃতের পরিবার।

আরও পড়ুন:হুগলিতে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতারণায় যুক্ত একই পরিবারের ৩ জন!

স্থানীয় সূত্রে খবর, নিহত পরিচারিকার নাম পার্বতী বাদ্যকার (‌৫৫)‌। তাঁর বাড়ি ব্যবসায়ীর বাড়ির কাছেই। পুরুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দাস কর্মকারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। স্বর্ণব্যবসায়ীর স্ত্রী নন্দিতা দাস কর্মকারকেও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন স্থানীয়রাও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির ভিতর থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর পরিচারিকার দেহ। গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীও। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন বলেন, ‘‌নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত দু’‌জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। চলছে জেরা।’‌