দুবাইয়ে ভারতীয় পেসারদের দাপট। ভুবি হার্দিকদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ১৯.৫ ওভারে ১৪৭ রান তুলল পাকিস্তান। ৪টি উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। ৩ টি উইকেট হার্দিকের।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল পাকিস্তান। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে সেইসব না ভেবে ম্যাচে জিততে চাইছেন মেন ইন ব্লু-র অধিনায়ক রোহিত শর্মা। এদিনেই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় রোহিত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে বেশ চাপে পড়ে যায় টিম পাকিস্তান। সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক রিজওয়ান। ২৮ রান করেন ইফতিকার আহমদ। ইনিংসের শেষদিকে ৬ বলে ১৬ রান করে স্কোরবোর্ডে রান তোলেন দাহানি। ভারতের হয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান ভুবনেশ্বর কুমার। একাই নেন ৪ উইকেট। অন্যদিকে ৩ টি উইকেট নেন হার্দিক। ২ টি উইকেট নেন অর্শদ্বীপ। ভারতের পেসারদের দাপটে ১৯.৫ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ১৪৭ রানে ১০ উইকেট হারিয়ে ভারতকে ১৪৮ রানের টার্গেট দিল পাকিস্তান।
আরও পড়ুন- ডার্বির রং সবুজ মেরুন, মরশুমের প্রথম ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান









































































































































