কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করে এলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । শনিবার পুরভবনে গিয়ে। এমনিতে বলা হচ্ছে ফিরহাদকে ডার্বির টিকিট নিজে হাতে দিতে গেছিলেন দেবাশিস। কিন্তু অন্য সূত্রের খবর আরও কিছু আলোচনা হয়েছে। সচিব মন্ত্রীর জন্য ফুল ও মিষ্টি নিয়ে গিয়েছিলেন। মন্ত্রীকে তিনি বলেছেন, আপনার যে কোনও প্রয়োজনে আমি সঙ্গে রয়েছি।

ক’দিন আগেই মোহনবাগান মাঠে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দেখা যায়নি মেয়রকে। যদিও ডেপুটি মেয়র অতীন ঘোষ ছিলেন। মেয়রকে নাকি সেভাবে আমন্ত্রণই জানানো হয় নি। অথচ তাঁরই কাছে গিয়ে দীর্ঘ বৈঠক করে এলেন দেবাশিস। ক্লাব সূত্রের খবর, মেয়রের সঙ্গে দূরত্বের ড্যামেজ কন্ট্রোল নিয়ে কথা হয়েছে। মেয়র অবশ্য এসব নিয়ে কোনও কথাই বলেননি মিডিয়াকে। তবে তাঁর ঘনিষ্ঠমহলসূত্রে খবর, দেবাশিসের কথাবার্তায় তিনি একটু নরম হয়েছেন। দেবাশিস তাঁকে বার্তা দিয়েছে মোহনবাগান মেয়রকে সঙ্গে চায়। আজ রবিবার মাঠে যেতেও পারেন খেলা দেখতে। সূত্রের খবর, সচিব আরও কয়েকজন মন্ত্রীর কাছে গিয়েছিলেন। তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। প্রকাশ্যে বলা হচ্ছে, উপলক্ষ্য আসলে ডার্বির টিকিট, কিন্তু লক্ষ্য আলাদা।
আরও পড়ুন- ‘উপন্যাসসমগ্র প্রথম খন্ড’: শনি সন্ধ্যায় কুণালের লেখা বই প্রকাশ অভিষেকের







































































































































