কাশ্মীরে সেনার বিরুদ্ধেও এমন ভুয়ো অভিযোগ ওঠে: বাগদার গণধ.র্ষণ কাণ্ডে মন্তব্য দিলীপের

0
5

উত্তর ২৪ পরগনার বাগদায় এক তরুণীকে গণধ.র্ষণের অভিযোগে দুই বিএসএফ(BSF) জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ(Police)। গোটা ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। সেই ইস্যুতেই এবার সরব হতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। ওই বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে দিলীপ জানালেন, “কাশ্মীরে সেনার বিরুদ্ধেও এমন ভুয়ো অভিযোগ ওঠে।” সত্য মিথ্যা যাচাই না করে দিলীপের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্তের জিতপুর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বসিরহাটের বাসিন্দা ২৩ বছরের তরুণী। অভিযোগ, সেইসময় কর্তব্যরত দুই বিএসএফ জওয়ান তাঁকে পটল ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এরপর ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার গ্রেফতার করা হয়, বিএসএফ- এর ৬৮ নম্বর ব্যাটালিয়নের BSF-এর ASI এস পি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেনকে। গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয় তৃণমূলের তরফে। একদিকে যখন মুখে নারী নিরাপত্তার ফুলঝুরি ছোটাচ্ছে মোদি সরকার অন্যদিকে তখন স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ জওয়ানের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মতো ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে।

তবে এই ঘটনাকে কার্যত ভুয়ো বলে উড়িয়ে বিতর্কিত মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, “কাশ্মীরে(Kashmir) সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘যদি তা সত্যি হয়ে থাকে, তবে ভয়ঙ্কর ঘটনা।’

আরও পড়ুন- SSC নিয়োগ দুর্নীতি: ধৃত মিডলম্যান প্রসন্নর ২ দিনের CBI হেফাজত, কোটি টাকার সম্পত্তির হদিশ