শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একজন ‘মিডলম্যান’কে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)।ধৃতের নাম প্রসন্নকুমার রায় (Prasannakumar Roy)। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ আত্মীয় বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়োগ দুর্নীতি মামলায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির হাতে গ্রেফতার অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় আপাতত রয়েছেন জেল হেফাজতে। অন্যদিকে সিবিআই এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই বেশ কয়েকজন মিডলম্যানকে গ্রেফতার করেছে। এর আগে ধৃত প্রদীপ সিং-কে (Pradip Singh) জেরা করেই খোঁজ মেলে প্রসন্নর, বলে জানা যাচ্ছে। প্রদীপ সিং এর বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরেই বেরিয়ে এল নতুন আরেক নাম। অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায়কে নিউ টাউন থেকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর দিঘা, সুন্দরবন, দার্জিলিং, পুরীর পাশাপাশি মুম্বাইতেও তাঁর একাধিক হোটেলের খোঁজ পাওয়া গেছে। নিউ টাউনে তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, রয়েছে একাধিক জমি বাড়ি। তাঁর আন্তর্জাতিক যোগও খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা বলে দাবি করা হচ্ছে। আজ শনিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে প্রসন্নকে।










































































































































