জেল থেকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে হাসপাতালে অনুব্রত, চলছে স্বাস্থ্য পরীক্ষা

0
2

গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকে সিবিআই হেফাজত শেষে এখন থেকে ১৪ দিনের জেলে কাটাতে হবে।

একইসঙ্গে আসানসোলের বিশেষ সিবিআই কোর্টের নির্দেশ জেলে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অনুব্রত মণ্ডলের।

আদালতের সেই নির্দেশ মেনেই আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে কনভয় করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে অনুব্রতর একাধিক শারীরিক সমস্যাগুলি একাধিক বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করবেন। পরীক্ষার পর রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে আসানসোল সংশোধনাগারে।

আর জেল থেকে হাসপাতালে যাওয়ার প্রায় দুই কিলোমিটার রাস্তাজুড়ে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বর কার্যত দুর্গের চেহারা নেয়।