মণীশ সিসোদিয়ার গ্রেফতারের আশঙ্কায় কেজরিওয়াল, বিহারে দুই RJD নেতার বাড়ি CBI হানা

0
3

বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা থেকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হতে পারেন। এমনই জল্পনা উস্কে দিলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর ডেপুটি মণীশ সিসোদিয়া নিজেও এমন সম্ভাবনার কথা জানিয়ে ছিলেন। তাঁর দাবি ছিল, একটি মেসেজে জানানো হয় বিজেপিতে যোগ দিলেন ইডি-সিবিআই থেকে রেহাই মিলবে। সঙ্গে অনেক অর্থ। গুজরাতের ভাবনগরে একটি জনসভায় একসঙ্গে হাজির ছিলেন কেজরিওয়াল ও সিসোদিয়া। সেই বিরাট জনসভায় কেজরিওয়াল জনতার উদ্দেশে বলেন, ‘‘আমাদের কাছে খবর আছে ১০ দিনের মধ্যে সিসোদিয়াকে গ্রেফতার করবে সিবিআই। কিন্তু আপনাদের সমর্থনের যা বহর দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে দু’তিন দিনের মধ্যেই ও গ্রেফতার হয়ে যাবে।’’

আরও পড়ুন: বিজেপি যোগ স্পষ্ট, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে সরানো হল সুবল ভৌমিককে

অন্যদিকে, নীতিশ কুমার বিজেপি ও NDA জোট ছেড়ে বেরিয়ে এসে লালুপ্রসাদের দলের সঙ্গে হাত মেলাতেই বিহারে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা শুরু হয়ে যায়। বিহারে দুই আরজেডি নেতার বাড়ি সিবিআই হানা দিয়েছে।
বিহার বিধানসভায় নীতীশ-তেজস্বীর সরকারের শক্তি পরীক্ষার আগেই বিহারে পৌঁছে যায় সিবিআই। রাজ্যসভা সাংসদ আশফাক করিম ও সুনীল সিংয়ের বাড়িতে এই অভিযান চলে। লালু জমানায়, চাকরির বদলে জমি সংক্রান্ত বেনিয়মের মামলায় এই অভিযান চলে। এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে কটাক্ষ করেছে আরজেডি।