ফের ভারতীয় দলে (India Team) করোনার হানা। করোনায় আক্রান্ত টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর অনুযায়ী করোনায় আক্রান্ত দ্রাবিড়। এরফলে এশিয়া কাপে তাঁর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। কিন্তু তার আগেই করোনার হানা টিম ইন্ডিয়ার শিবিরে। জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল কোচ দ্রাবিড়কে। তাঁর বদলে শিখর ধাওয়ান, শুভমন গিল, কে এল রাহুলদের নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।
এশিয়া কাপে ফিরছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে রান নেই বিরাটের ব্যাটে। এশিয়া কাপে তাঁর ব্যাটে রান দেখতে চাইবেন ভক্তরা। চোটের কারণে এশিয়া কাপের দলে নেই যশপ্রীত বুমরাহ। দলে রাখা হয়নি মহম্মদ শামিকে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
















































































































































