বিদ্যুৎ খরচ কমাতে হাসিনা সরকারের উদ্যোগ, সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টে

0
3

আগামী বুধবার থেকে বাংলাদেশে (Bangladesh) বদলে যাচ্ছে অফিস টাইম। আগামী বুধবার থেকে অফিস শুরু হবে সকাল ৮টায়। বন্ধ হবে বিকেল ৩টের সময়।

সোমবার বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত। যাতে ওই সব অফিসে বাতি জ্বালাতে না হয়, দিনের আলো থাকতে থাকতে অফিসের কাজ শেষ করা যায়। সরকারি অফিসে লিফট এবং এসি ব্যবহারে আগেই কড়াকড়ি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।

এছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে। তবে বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। পাশাপাশি বলা হয়েছে সব সরকারি অফিসে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে বৈদ্যুতিক বাতি যতটা সম্ভব কম জ্বালাতে হবে। এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করতে হবে।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক বেশকিছু ব্যবস্থা নিয়েছে সরকার। আমদানি ব্যয় মেটাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বিলাসবহুল পণ্য আনা নিরুৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন- মানুষের মন জয় করে পঞ্চায়েতে জিততে হবে, গা-জোয়ারী বরদাস্ত নয়: কড়া বার্তা অভিষেকের