সঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাসের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি মমতা ও অভিষেকের

0
4

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত গায়ক দেবব্রত বিশ্বাসের জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার প্রখ্যাত গায়কের জন্মাদিবসে শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:ইউনেস্কোকে সম্বর্ধনা, অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে ছাড়সহ এবারের পুজোয় একরাশ ঘোষণা মমতার

এদিন সোশ্যাল মিডিয়ায় মমতা শ্রদ্ধার্ঘ্য জানিয়ে লেখেন, ‘বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত গায়ক দেবব্রত বিশ্বাসের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি’।

অন্যদিকে বিশিষ্ট সংগীতশিল্পী দেবব্রত বিশ্বাসকে শ্রদ্ধাঞ্জলি জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, “তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি’ এরপর তিনি লেখেন, ‘বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত গায়ক দেবব্রত বিশ্বাসের জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।’