১) ভারতীয় ফুটবলের নির্বাসন তুলতে এ বার মরিয়া কেন্দ্রীয় সরকারও। সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানাল তারা। সুপ্রিম কোর্টের নিয়োগ করা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসকে (সিওএ) সরিয়ে দেওয়ার আর্জি জানাল কেন্দ্র।

২) সোমবার মরশুমের প্রথম ম্যাচে নামছে ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে নামার আগে বিদেশি সমস্যায় জর্জরিত লাল-হলুদ ব্রিগেড। রবিবার অনুশীলনের শেষে অকপটে স্বীকার করে নিলেন লাল-হলুদের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন।
৩) ডুরান্ড কাপ দিয়ে মরসুমের শুরুটা দারুণ করল মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচের পর রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি-কে ৩-০ গোলে উড়িয়ে দিল মহামেডান। ফলে সাদা-কালো শিবির এখন পয়েন্ট তালিকায় সবার উপরে।
৪) অলিম্পিক্সে রুপো জয়ী মীরাবাই চানু এবং দেশের অন্য সেরা সাত ভারোত্তোলক মঙ্গলবার উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে । সে দেশে যাবে সাড়ে তিন সপ্তাহের প্রস্তুতি শিবিরে অংশ নেওয়ার জন্য।

৫) প্রায় এক দশকে প্রথমবার পি ভি সিন্ধু চোটের জন্য খেলবেন না বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তাই আজ, সোমবার থেকে টোকিও শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ভারতীয় সমর্থকদের আশা লক্ষ্য সেন, এইচ এস প্রণয় এবং কিদম্বি শ্রীকান্তকে ঘিরে।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ















































































































































