শনিবার সকালে কলকাতায় চলে এলেন লাল-হলুদের তৃতীয় বিদেশি ইভান গঞ্জালেজ

0
4

শনিবার সকালে কলকাতায় চলে এলেন ইভান গঞ্জালেজ। ইমামি ইস্টবেঙ্গলের (Emami EastBengal) তৃতীয় বিদেশি তিনি। ইতিমধ্যেই পাঁচ বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলেছে লাল-হলুদ। ইতিমধ্যেই চলে এসেছেন দুই বিদেশি। আর শনিবার চলে এলেন ইভান। চারালামবস কিরিয়াকউ শহরে এসে অনুশীলনও শুরু করে দিয়েছেন।

৩২ বছর বয়সী এই ফুটবলার এফসি গোয়ার হয়ে এর আগে ৩৬টি ম্যাচ খেলে ফেলেছেন। স্পেনের রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই ডিফেন্ডার। বারবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন গোয়ার হয়ে। এবার তাঁর লড়াই ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে।

এদিকে সূত্রের খবর, প্রতিশ্রুতিবান ফুটবলার হিমাংশু জাংরাকে সই করাতে পারে ইমামি ইস্টবেঙ্গল। ভবিষ্যতের সুনীল ছেত্রী পরতে পারেন লাল-হলুদ জার্সি। সরকারি ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, সই হয়ে গিয়েছে হিমাংশুর। ১৮ বছর বয়সী এই ফরওয়ার্ডকে দিল্লি এফসি থেকে লোনে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে এ খবর জানিয়েছেন।

এদিকে সোমবার যুবভারতীতে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। সেই জন্য, শনিবার থেকেই ক্লোজ ডোর অনুশীলন করাবেন স্টিফেন কনস্ট‍্যানটাইন। এমনটাই জানান হয়েছে লাল-হলুদের পক্ষ থেকে। পরপর ম্যাচ রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। ২৫ আগস্ট রাজস্থান এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে তারা।

আরও পড়ুন:বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর