পার্থ-অর্পিতাকে আজ ফের আদালতে পেশ

0
3

১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দু’জনকে জেরায় ইতিমধ্যেই একাধিক তথ্য পেয়েছে ইডি। সূত্রের খবর,অর্পিতা জেরায় সহযোগীতা করলেও, মুখে এখনও কুলুপ পার্থর।

আরও পড়ুন:সুকন্যা প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ টাকা, গয়না ছাড়াও একাধিক সম্পত্তির হদিস মিলেছে। এরপরই দু’জনকে গ্রেফতার করে ইডি। জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এরপর গত ৫ আগস্ট তাঁদের দু’জনকে জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।

ইডি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ এই টাকা, সোনা-হীরে উদ্ধার করে। যদিও জেরায় অর্পিতা জানান, টাকা, গয়না সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের। ওই টাকা বা গয়নার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন অর্পিতা।

এদিকে আদালতের নির্দেশমত বৃহস্পতিবার আদালতে পেশের আগে ফের স্বাস্থ্য পরীক্ষা করা হয় পার্থ-অর্পিতার। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।