মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তান(Pakistan)। তেলের ট্যাঙ্কারের(oil tanker) সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে পুড়ে মৃত্যু হল অন্তত ২০ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Hospital) ভর্তি আরও ৬ জন।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভোর চারটে নাগাদ পথেই একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। সঙ্গে সঙ্গেই দু’টি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় ২০ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন আরো ৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বাসের চালক গাড়ি চালাতে চালাতে কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তেলবাহী ট্রাকটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি। আহতদের যথাযথ চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন তিনি। শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।












































































































































