স্বাধীনতা দিবসের আগে অশান্ত উপত্যকা।এবার গ্রেনেড হামলা করল জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় জঙ্গিদের ছো়ড়া গ্রেনেডে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান এবং এক স্থানীয় বাসিন্দারা জঙ্গিদের ছো়ড়া গ্রেনেডে আহত হয়েছেন ।

আরও পড়ুন:সম্পত্তিবৃদ্ধি মামলার গেরোয় ফেঁসে গেলেন বিরোধী নেতারাই
ঘটনা প্রসঙ্গে শ্রীনগর পুলিশ ট্যুইট করে জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে জঙ্গিরা একটি গ্রেনেড ছোড়ে। ঘটনাটি ঘটেছে আলি জান রোডের ইদগাহের কাছে। জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের বাড়বাড়ন্ত উদ্বেগে রাখছে প্রতিরক্ষা মন্ত্রককে। এবছরই কাশ্মীরে নির্বাচন করতে চায় কেন্দ্র। তার ঠিক আগে নির্বিঘ্নে স্বাধীনতা দিবস উদযাপন যেন কেন্দ্রের জন্য বড়সড় চ্যালেঞ্জ। সেকারণেই কাশ্মীরজুড়ে করা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। শ্রীনগর শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। তা সত্ত্বেও অশান্তি এড়ানো যাচ্ছে না।









































































































































