গোয়া পঞ্চায়েত নির্বাচনে অস্তিত্ব জানান দিল তৃণমূল, জয়ী হলেন রাখি নায়েক

0
2

দেশজুড়ে সংগঠন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল(TMC)। উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমের গোয়া রাজ্যেও সম্প্রতি শুরু হয়েছে সংগঠন বৃদ্ধির কাজ। আর সেখানেই এবার এল সাফল্য। গোয়া(Goa) পঞ্চায়েত নির্বাচনে(Panchayat election) প্রথমবার নিজেদের অস্তিত্ব জানান দিল ঘাসফুল শিবির।

গত ১০ অগাস্ট সৈকত রাজ্যের উত্তর গোয়া জেলার ৯৭টি ও দক্ষিণ গোয়া জেলার ৮৯টি গ্রাম পঞ্চায়েতের মোট ১,৪৬৪টি আসনে ভোট হয়েছিল। ভোট পড়েছিল প্রায় ৭৯ শতাংশ। এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে প্রথম নিজেদের অস্তিত্ব জানান দিল তৃণমূল। দক্ষিণ গোয়া জেলার নেত্রাবলী থেকে নির্বাচনে জয়ী হলেন তৃণমূলের নেত্রী রাখি নায়েক। অবশ্য এই পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে গোয়ার শাসক দল বিজেপি। রাজ্যের ১৮৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০ টি তাদের দখলে গিয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটে গোয়ার ৪০টি আসনের মধ্যে ২০টিতে জিতে ক্ষমতা দখল করেছিল বিজেপি। যদিও এই নির্বাচনে মাত্র কয়েক মাসের সংগঠনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আশানুরূপ ফল পায়নি তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনে গোয়ায় খাতা খুলল ঘাসফুল শিবির।