Gold-Silver Rate: বিশ্ববাজারে দাম বাড়ল সোনার, দেশেও তার প্রতিফলন

0
2

ফের দাম বাড়ল সোনার (Gold)। শুক্রবারের পর শনিবারও সোনার দাম ঊর্ধমুখী। এদিনও আরও ৪০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা। আর এর সঙ্গেই গত দুই মাসে সর্বোচ্চ রয়েছে সোনার দাম(Gold rate)। পাশাপাশি বেড়েছে রুপোর দামও (Silver price)। গত এক মাসে সর্বোচ্চ হয়েছে রুপোর দাম মনে করছেন ব্যবসায়ীরা। বিশ্ববাজারে দাম বাড়ায় তারই আঁচ পড়েছে ভারতের বাজারেও, মনে করছেন বিশেষজ্ঞরা।

এক নজরে সোনা রুপোর দাম:

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮১৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,১৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮১,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৫৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৫৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৫,৩০০ টাকা

এর পাশাপাশি আজ শনিবার ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৫৯,৩০০ টাকা।