জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল, দলের কোচ হিসাবে গেলেন ভিভিএস লক্ষণ

0
3

জিম্বাবোয়ের (Zimbabwe) উদ্দেশ‍ে রওনা দিল ভারতীয় দল (India Team)। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিসিসিআই (BCCI)। দলের সঙ্গে কোচ হিসাবে গিয়েছেন ভিভিএস লক্ষণ (VVS Laxman)। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul)। সহ-অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ হিসাবে গেলেন ভিভিএস লক্ষ্মণ। কেন লক্ষণকে দায়িত্ব দেওয়া হল সেই কারণ জানালেন বোর্ড সচিব জয় শাহ। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বোর্ড সচিব বলেন,” জিম্বাবোয়েতে ভারতীয় দলের কোচ হিসাবে লক্ষ্মণকে পাঠানোর মানে এই নয় যে রাহুল দ্রাবিড়কে বিশ্রামে রাখা হচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ শেষ হচ্ছে ২২ আগস্ট। পরের দিন ভারতীয় দলের সঙ্গে আমিরশাহি যাচ্ছেন দ্রাবিড়। দুটো প্রতিযোগিতার মধ্যে সময় কম। তাই লক্ষ্মণকে কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এরপাশাপাশি জয় শাহ আরও বলেন,” এশিয়া কাপের দলে যারা রয়েছে, তাদের মধ্যে শুধু কেএল রাহুল এবং দীপক হুডা জিম্বাবোয়ের দলে রয়েছেন। তাই প্রধান কোচকে টি-২০ দলের সঙ্গে রাখাই আমাদের কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস