উপত্যকায় সেনা ছাউনীতে জঙ্গি হানা, শহিদ ৩ জওয়ান, নিকেশ ২ জঙ্গিও

0
2

স্বাধীনতা দিবসের আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ছাউনীতে জঙ্গি হামলা। বৃহস্পতিবার ভোরে রাজৌরির দারহাল এলাকার পারগালে একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষে শহিদ হয়েছেন তিন জওয়ান। আহত আরও তিন। সেনার পালটা গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে জওয়ানরা।

আরও পড়ুন:CBI-কে বিস্ফোরক চিঠি অনুব্রতর! তদন্তকারী অফিসারকে নিয়ে কী জানালেন তিনি?

সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার রাজৌরি টাউন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। আচমকা সেনা ছাউনীতে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। পাল্টা গুলি চালায় সেনারাও। সেনা সূত্রে খবর, বেশ কিছুক্ষণ ধরে চলা লড়াইয়ের পর দুই আত্মঘাতী জঙ্গি নিহত হয়েছে। শহিদ হয়েছেন তিন জওয়ান। ওই এলাকায় আরও সন্ত্রাসবাদী লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেনাশিবির ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে খবর।

গতকাল বুধবার উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী। পুলওয়ামায় উদ্ধার করা হয় ৩০ কেজি ওজনের বিস্ফোরক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় স্বাধীনতার দিবসের প্রাক্কালে অল্পের জন্য এড়ানো যায় ২০১৯ সালের ভয়াবহ জঙ্গি হামলার পুনরাবৃত্তি। কিন্তু আজ ফের সেনাশিবিরে জঙ্গি হামলায় আতঙ্ক ছড়িয়েছে।