পয়গম্বরকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জন্য দেশের নানা প্রান্তে এফআইআর(FIR) দায়ের হয়েছিল বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার(NupurSharma) বিরুদ্ধে। এবার সেই সমস্ত মামলা একত্রিত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। আদালতের তরফে জানানো হয়েছে, সবকটি মামলার স্থানান্তর করতে হবে দিল্লিতে।

নূপুরের বিতর্কিত মন্তব্যের জন্য দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশের তরফে দায়ের হয়েছিল মামলা। এই সমস্ত মামলায় গ্রেফতারের ওপর স্থগিতাদেশ যে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ওই বিজেপি নেত্রী। পাশাপাশি মামলাগুলিকে একত্রিত করারও আবেদন জানান তিনি। এ প্রসঙ্গে নূপুরের যুক্তি ছিল প্রাণহানির আশঙ্কা রয়েছে তাঁর। ফলে ভিন রাজ্যে গিয়ে আইনি লড়াই লড়া তার পক্ষে সম্ভব নয়। বহিষ্কৃত বিজেপি নেত্রীর আবেদনের ভিত্তিতে এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, তার বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তরিত করতে হবে। অর্থাৎ নুপুরের বিরুদ্ধে বিরোধী শাসিত রাজ্যগুলির পুলিশ আর তদন্ত করতে পারবে না। এমনকী, দিল্লির বাইরে অন্য রাজ্যে গিয়ে হাজিরাও দিতে হবে না তাঁকে।















































































































































