প্রেম (Love)বড় বিষম বস্তু! কখন কার প্রতি কার মজে মন, সে কি আর বোঝা যায়। কিন্তু এইরকম পরিণতি বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেন না। জেলে (Jail)থাকাকালীন দুই আসামীর (accused)মধ্যে বন্ধুত্ব আর সেখান থেকে প্রেম। পরে ছাড়া পেয়ে সেই প্রেমের সম্পর্কের পরিণতি দিতে গিয়ে মারাত্মক ঘটনা ঘটল তরুণীর জীবনে।
পাত্র স্টেপন ডালজিক (Stepan Dalzik),পাত্রীর নাম ওকসানা পালুদেন্তসা (Oksana Paludentsa)। দুজনেই অপরাধ করে শাস্তি পেয়েছিলেন। জেলে যেতে হয় দুজনকেই। আগে থেকে পরিচয় ছিল না। জেলের মধ্যেই প্রেমের কাহিনী শুরু। চিঠি চালানে চুটিয়ে প্রেমালাপ। এর পর একে একে শাস্তির মেয়াদ শেষে ছাড়া পান দুজনেই। আগে ওকসানা পালুদেন্তসার মেয়াদ শেষ হয় এবং তিনি মুক্তি পান। পরে স্টেপনের সাজা শেষ হলে দুজনে মিলে নতুন ভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের দিন ঘটে যায় মারাত্মক কাণ্ড। বিয়ের দিন(Wedding day) অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ওকসানা কিছু পুরুষ বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। স্টেপন তা সহ্য করতে পারেন নি। আত্মীয়দের সামনেই ওকসানাকে বেধড়ক মারধোর করতে শুরু করেন। শেষমেশ মৃত্যু হয় ওকসানার। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্টেপনকে গ্রেফতার করে পুছারক।আদালতে তোলা হলে এইবার ১৮ বছরের জন্য তাঁর কারাদণ্ড দেন বিচারক।










































































































































