ঋদ্ধির পথেই সুদীপ, সিএবির কাছ থেকে চাইতে পারেন ছাড়পত্র : সূত্র

0
3

ঋদ্ধিমান সাহার ( Wriddhiman Saha) পর এবার বাংলা (Bengal) ছাড়তে পারেন বাংলা ক্রিকেট দলের আরেক তারকা ব‍্যাটার সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee)। সূত্রের খবর, আসন্ন মরশুমে ত্রিপুরার হয়ে খেলতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, দু’-এক দিনের মধ্যেই সিএবির কাছ থেকে ছাড়পত্র চাইতে পারেন সুদীপ। সূত্রের খবর, সুদীপ চট্টোপাধ্যায়কে বোঝানোর জন‍্য ফোন করেছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। কিন্তু তাতেও বরফ গলেনি বলে জানা যাচ্ছে। গত মরশুমে অরুণ লালের কোচিংয়ে বাংলা দলে রঞ্জিতে সে ভাবে জায়গা পাচ্ছিলেন না সুদীপ।

এদিন এক সংবাদমাধ্যমে সুদীপ বলেন,” যেখানে খেলার সুযোগ বেশি পাব সেখানেই যাব। ত্রিপুরাতে সেই সুযোগ পাব।”

এই মরশুমে সিএবি থেকে ছাড়পত্র নেন ঋদ্ধিমান সাহা। সিএবির এক কর্তার কথায় অপমানিত হন তিনি। সেই ঘটনার পর পরেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। গত জুলাই মাসের শুরুতে সিএবি-তে গিয়ে ছাড়পত্র নিয়ে আসেন পাপালি। আসন্ন মরশুমে ত্রিপুরার হয়ে খেলতে দেখা যাবে ঋদ্ধিমানকে।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের পুরুষ হকি দল