ভারতীয় সংগীত (Indian Music) জগতের উজ্জ্বল নক্ষত্র কিশোর কুমার (Kishore Kumar)। ৪ অগস্ট তাঁর জম্মদিন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালকিয়ায় (Salkia) কিশোর কুমারের মূর্তির কাছে ‘সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন’ (SKKMCA) কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Ray), বিধায়ক গৌতম চৌধুরী প্রমুখরা। SKKMCA-এর সদস্যরা এবং কিশোর কুমারের ভক্তরা এক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন, যার মধ্যে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা চক্র। বর্ণাঢ্য সংস্কৃতিক সন্ধ্যা ঝুমকি সেন, অমিত গাঙ্গুলি, বর্নালী রায়চৌধুরী, সংযুক্তা দে, সৌরভ দাস, কুমার সঞ্জয় এবং জয় হাজরার মতো প্রতিভাবান গায়কদের অসংখ্য অবিস্মরণীয় গানের সাক্ষী ছিল। পাশাপাশি কিশোর দেশানি, গোপাল পান, শ্যাম সুন্দর মালহোত্রা, অরিজিৎ বাতাবিয়াল এবং SKKMCA-এর অন্যান্য কর্মকর্তারা অমর গায়ক কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিও জানান।






Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






































































































































