৫ অগাস্ট পর্যন্ত ফের পার্থ-অর্পিতার ইডি হেফাজত

0
2

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দিল। নগর-দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট। এই দুদিনের মধ্যে যে কোনও একদিন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা সল্টলেক সিজিও কমপ্লেক্স-এ গিয়ে তাঁর মক্কেলের সঙ্গে ১৫ মিনিট কথা বলার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে। অর্পিতার আইনজীবী নীলাদ্রিশেখর ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা জামিনের কোনওরকম আবেদন করেননি। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন করা হয়। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়।

আজ, বুধবার জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল চেকআপের পর ইডি আদালতে আনা হয় পার্থ-অর্পিতাকে। শুনানিতে জামিনের আবেদন জানান পার্থের আইনজীবী। পাল্টা সওয়াল কেন্দ্রীয় তদন্তারী সংস্থার আইনজীবী বলেন, ‘জেরা সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-অর্পিতার যৌথ কোম্পানির হদিশ মিলেছে। তাঁদের আরও জেরা করার প্রয়োজন। আমরা চারদিন ফের হেফাজতে নেওয়ার আর্জি জানাচ্ছি। তবে ইডির দাবিমতো ৪ দিন নয়, পার্থ-অর্পিতা ৩ অগাস্ট অর্থাৎ ২ দিনের ইডির হেফাজতের নির্দেশ দেয় আদালত।এদিকে ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে অর্পিতার নামে এলআইসির ৩১টি পলিসির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেইসব পলিসিতে আবার নমিনি হিসেবে রয়েছে পার্থর নাম! কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, অর্পিতা যে পার্থের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন, তা স্পষ্ট। এমনকী, তাঁদের মধ্যে আর্থিক লেনদেন চলত! এদিন আদালতে ইডি আইনজীবী দাবি করেন, নতুন করে পার্থ-অর্পিতার যৌথ নামে একটি কোম্পানির হদিশ মিলেছে। যে সংস্থা ৫টি আবাসন তৈরি করেছে। তাই তদন্তের জন্য দু’জনেরই হেফাজত প্রয়োজন।