এ বার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ১১ হাজার ৫২১ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন জনৈক পীযূষ পাত্র।
আরও পড়ুনঃ কাদের মাধ্যমে কীভাবে পার্থ-অর্পিতা টাকা লেনদেন করতেন? ইডির হাতে নামের তালিকা
তাঁর বক্তব্য, এই নিয়োগের জন্য জেলায় যে নির্বাচন কমিটি তৈরি করা হয়েছে, সদস্যরা প্রায় সবাই শাসকদলের নেতা-মন্ত্রী। ফলে এই নিয়োগে দুর্নীতি হওয়ার সম্ভাবনা প্রবল।
সব শোনার পর মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ, ওই বিষয়ে দু’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।









































































































































