স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীর কাছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ডিপি পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) ডিপি পরিবর্তন করলেন তিনি। ডিপিতে জাতীয় পতাকার ছবি দিয়ে দিয়েছেন। একই দেশবাসীকে ২ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির পরিবর্তে জাতীয় পতাকার ছবি ডিপি করারা আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেন, “আগামী ২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে ফেলুন। বদলে ব্যবহার করুন তেরঙ্গার ছবি।“

জাতীয় পতাকার সঙ্গে ২ অগাস্টের একটি বিশেষ তাৎপর্য রয়েছে- মন্তব্য প্রধানমন্ত্রীর। এই দিনেই জন্মেছিলেন পিংলি ভেঙ্কাইয়া। তিনি জাতীয় পতাকার নকশা এঁকেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দিন থেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি হিসেবে তেরঙ্গার ছবি ব্যবহারের আবেদন মোদির।
প্রধানমন্ত্রীর বার্তার পর থেকেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি ডিপি করার ধুম পড়ে যায়। নেটিজেনদের সোশ্যাল মিডিয়ার ডিপিতে জাতীয় পতাকা ব্যবহার দেখা যাচ্ছে এদিন থেকেই।
















































































































































