ঝেঁপে এল বৃষ্টি, ভাসতে চলেছে তিলোত্তমা। সকাল থেকেই মেঘলা আকাশ,বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি । ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলিতেও। এবার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা নদিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগণাতে প্রবল বৃষ্টি হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷ শুধু বৃষ্টিই নয় বইবে ঝোড়ো হাওয়া। বাজ পড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আলিপুর আবহাওয়া দফতর জারি করেছে সতর্কতা। এই ঝড়ঝঞ্ঝা চলাকালীন মানুষজনকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷
গত কয়েকদিন ধরে গুমোট গরম আর বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকায় বৃষ্টির আশায় অধীর আগ্রহে বসে ছিলেন দক্ষিণবঙ্গের মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে ৪৭ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। বরং উত্তরবঙ্গে ৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। পয়লা জুন থেকে পয়লা অগাস্ট পর্যন্ত এই মরসুমে ঘাটতি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে । কলকাতার কিছু অংশে সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। এদিকে, উত্তরবঙ্গে আজ থেকে কমবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন কোনও কোনও এলাকায় ধ্বস নামতে পারে বলে মনে করা হচ্ছে।












































































































































